বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


ফাইনাল হারে অধিনায়ক রিজওয়ানের দায় দেখছেন শেহজাদ


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪০

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ০৮:৩৮

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। যেখানে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। তবে ঘরের মাঠের এই আসরে কাছাকাছি গিয়েও শিরোপা হাতছাড়া করেছে পাকিস্তান।

গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া বড় লক্ষ্য তাড়া করেছিল পাকিস্তান। রেকর্ড গড়ে সেই ম্যাচ জেতার পর ফাইনালেও লক্ষ্য তাড়ার সুযোগ ছিল পাকিস্তানের। কিন্তু টস জিতেও সেটা করেনি তারা। আগে ব্যাটিং করে কোনো রকম প্রতিযোগিতাই করতে পারেনি তারা।

টস জিতেও সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সমালোচনা করেছেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, '(টস জিতে) প্রথমে ব্যাটিং করা অবিশ্বাস্য এক সিদ্ধান্ত ছিল, বিশেষ করে যখন আগের ম্যাচে দেখা গেছে যে রাতে ব্যাটিংয়ের জন্য পিচ সহায়ক হয়ে ওঠে। স্পিনাররা বলে গ্রিপ করতে পারে না। তারপরও তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল-কোনো ব্যাখ্যা নেই।'

একাদশ নির্বাচন নিয়েও অপত্তি শেহজাদের। তিনি বলেন, 'প্রতিটি সিদ্ধান্তে, ব্যাটিংয়ে নিরাপদ পথে হেঁটেছে পাকিস্তান অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যথেষ্ট স্পিনার না রাখার সিদ্ধান্ত হোক কিংবা আজকের ম্যাচে ব্যাটিংয়ে শক্তি বাড়ানোর জন্য মোহাম্মদ হাসনাইনের জায়গায় অলরাউন্ডার ফাহিম আশরাফকে নেওয়া। অথচ, আশরাফ কেবল দুই ওভার বোলিং করেছে।'

'ফাইনালে বাচ্চাদের মতো সিদ্ধান্ত নিলে ও ভুল করলে খেসারত দিতেই হবে। এক্ষেত্রে আপনি তখনই জেতার সুযোগ পাবেন, যখন প্রতিপক্ষ ভালো খেলবে না কিংবা তাদের মূল খেলোয়াড়রা অনুপস্থিত থাকবে।'-যোগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top