মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


নিউমোনিয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যু


প্রকাশিত:
৬ মে ২০২৫ ১৫:৪৯

আপডেট:
৬ মে ২০২৫ ১৯:৫৯

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক ফুটবলার লুইস গালভান মারা গেছেন। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মূলত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সাবেক এই ডিফেন্ডার। বেশ কয়েক সপ্তাহ ধরেই কর্দোভা শহরের একটি হাসপাতালে ছিলেন। সেখানেই মারা যান ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার।

১৯৭০ সালে পেশাদার ফুটবলে পা রাখেন লুইস। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন ১৭ বছরের লম্বা ক্যারিয়ারে। অবশ্য শেষদিকে দেশের বাইরের ক্লাবেও দেখা গেছে তাকে। কিছুদিন খেলেছেন বলিভিলিয়ার একটি ক্লাবে।

১৯৭৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় তার। সেই বছর প্যান আমেরিকান গেমসের দলে জায়গা করে নেন তিনি। ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সবকটি ম্যাচেই তিনি খেলেন।

১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। তবে সেই আসরে খুব একটা ভালো করতে পারেনি। পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। পেশাদার ফুটবল থেকে অবসরে যান ১৯৮৭ সালে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top