ক্রিকেটে কূটনৈতিক যুদ্ধ, এশিয়া কাপ বয়কটের ডাক ভারতের
প্রকাশিত:
১৯ মে ২০২৫ ১১:১১
আপডেট:
১৯ মে ২০২৫ ১৫:৪৫

ভারত ও পাকিস্তানের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়তে চলেছে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনেক আগে থেকেই বন্ধ, এবার সেই উত্তেজনার ছোঁয়া লেগেছে বহুজাতিক টুর্নামেন্ট এশিয়া কাপেও।
২০২৫ সালের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার সম্ভাবনায় টুর্নামেন্টের আর্থিক গুরুত্ব কমে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি পাকিস্তানের মন্ত্রী মোহসিন নাকভি হওয়ায় তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে চায়।
নেডিটিভির এক প্রতিবেদনে বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, ‘পাকিস্তানের একজন মন্ত্রী যখন এসিসির সভাপতি, তখন ভারতীয় দল তাদের আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারে না। আমরা এই ব্যাপারে সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছি।’
এদিকে এশিয়া কাপের জন্য ২০২৪ সালে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া সম্প্রচার অধিকার কিনেছিল ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে। যদি টুর্নামেন্ট বাতিল হয় সেক্ষেত্রে চুক্তিও পুনর্বিবেচনা করতে হতে পারে।
এর আগে দুই দেশের কূটনৈতিক টানাপোড়নে ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। যেখানে কিছু ম্যাচ শ্রীলঙ্কায়, কিছু পাকিস্তানে। ভারত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, আর পাকিস্তান ফাইনালেই উঠতে পারেনি।
বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ ২০২৫ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা শুধু ক্রিকেটই নয়, পুরো অঞ্চলের ক্রীড়া রাজনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: