শনিবার, ২৪শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২


৩ উইকেট নিয়ে রিশাদ জিতলেন আইফোন


প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১৫:০৫

আপডেট:
২৪ মে ২০২৫ ১৮:৩০

ছবি সংগৃহীত

পুরস্কার দেওয়া হবে চারটি। তিনটি দেওয়া শেষ। সর্বশেষটা কে পেতে পারেন — লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা এই প্রশ্নটি ছুড়ে দিলেন ড্রেসিংরুমে থাকা ক্রিকেটারদের মধ্যে। খানিকক্ষণ সবাই চুপ। হুট করে একটা নাম শোনা গেলে—রিশাদ। হ্যাঁ, শেষ পর্যন্ত রিশাদের হাতেই সেই পুরস্কার উঠেছে। আর এই বিশেষ পুরস্কারটি হচ্ছে আইফোন।

লাহোর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ উইকেট নেওয়ায় রিশাদের হাতে গেছে বিশেষ পুরস্কারটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি লাহোর কালান্দার্সের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

কাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। আউট করেছেন শাদাব খান, সালমান আগা ও জিমি নিশামকে, এরা ইসলামাবাদের মূল ব্যাটসম্যান। এলিমিনেটরে কিন্তু এই রিশাদ দলে ছিলেন না। কোয়ালিফায়ারের জন্য তাঁকে দলে ফেরানো হয়।

পুরস্কার তুলে দেওয়ার আগে রিশাদকে দলে ফেরানোর গল্পটাও বলেছেন সামিন রানা। পাকিস্তান পেসার জামান খানের জায়গায় রিশাদকে খেলানো কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানান তিনি। রিশাদকে প্রশংসায় ভাসিয়ে এরপর তিনি বলেছেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিল তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’
সামিন রানা শেষটা করেন এভাবে—আমি তোমাকে ভালোবাসি।

পিএসএলে রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০।

এদিন আইফোন পেয়েছেন পেসার সালমান মির্জাও। ১৬ রানে ৩ উইকেট নেওয়া এই পেসার এর আগের একবার আইফোন জিতেছিলেন। আর বাকি দুটি পুরস্কার পেয়েছেন কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top