রবিবার, ২৫শে মে ২০২৫, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২


ফ্রি-কিকে মেসির দারুণ গোল, তবুও জয়হীন মায়ামি


প্রকাশিত:
২৫ মে ২০২৫ ১০:০৭

আপডেট:
২৫ মে ২০২৫ ১৪:২৬

ছবি সংগৃহীত

আরেকটি জয়হীন ম্যাচ শেষ করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। যদিও প্রায় হারের মুখ থেকে ফিরে ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। ৮৬ মিনিটে ফ্রি-কিকে দৃষ্টিনন্দন একটি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সবমিলিয়ে শেষ চার মিনিটে দুই গোল করে ৩-৩ সমতা নিয়ে ফিরল মায়ামি।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে ছিল না হাভিয়ের মাশ্চেরানোর দলটি। ফলে তাদের জয় ভিন্ন অন্য কিছু সেই পরিস্থিতি পাল্টাতে পারত না। এমন সমীকরণ নিয়ে নেমে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। ৬০ মিনিটে ব্যবধান কমালেও, ৭৩ মিনিটে ফিলাডেলফিয়া তাদের জালে আরেক গোল করে। ৩-১ স্কোরবোর্ড নিয়ে ম্যাচ মায়ামির হারের পথেই আগাচ্ছিল।

নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে বদলে যায় দৃশ্যপট। ৮৬ মিনিটে বক্সের কিছুটা বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে ফিলাডেলফিয়া গোলরক্ষককে পরাস্ত করেছেন মেসি। যে পাশে কিপার চেপে দাঁড়ালেন সেদিকেই তিনি বলটা তুলে মেরেছিলেন। কিন্তু হাত ছোঁয়ালেও আলবিসেলেস্তে তারকার গতি গোলরক্ষককে ব্যর্থ করে দেয়। শেষ বাঁশি বাজানোর আগে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তেলাস্কো সেগোভিয়ার গোলে হার এড়ায় মায়ামি।

এ নিয়ে নিজেদের শেষ আট ম্যাচের সাতটিতেই জয়হীন থাকল ফ্লোরিডার ক্লাবটি। পুরো ম্যাচেই ফিলাডেলফিয়া তাদের ওপর দাপট দেখিয়েছে। সবমিলিয়ে ৯ ম্যাচেই অপরাজেয় থাকল তারা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এমএলএস ইন্টার্ন কনফারেন্সের শীর্ষে ফিলাডেলফিয়া। অন্যদিকে, ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া মায়ামি নেমে গেল টেবিলের ছয় নম্বরে।

এদিকে, মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল করলেন। এর মধ্যে শেষ ৫ ম্যাচেই হলো ৩টি। তার ফর্মের ‍উঠানামার মধ্যে দলও কার্যত হতাশা উপহার দিচ্ছে। নিজেদের শেষ চার ম্যাচেই ১৩ গোল হজম করেছে মায়ামি। সবমিলিয়ে গত ৮ ম্যাচে তাদের জালে প্রতিপক্ষরা ২৩ গোল দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top