কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট বাংলাদেশ
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫ ১৯:০৩
আপডেট:
১৮ অক্টোবর ২০২৫ ২৩:৫১

অনেক বছর ধরেই মিরপুরের উইকেটে রানখরা। তার জন্য এতদিন সবার আঙুল ছিল এখানকার সাবেক কিউরেটর গামিনি ডি সিলভার দিকে। ফলে গামিনিকে সরিয়ে মিপুরের উইকেটের দায়িত্ব দেওয়া হয় টনি হেমিংকে। এই ইংলিশ কিউরেটরও বদলাতে পারলেন না উইকেটের চরিত্র!
তার বানানো উইকেটে মিরপুরে প্রথমবার খেলতে নেমে রীতিমতো সংগ্রাম করেছেন বাংলাদেশের ব্যাটাররা। বিপরীতে বড় টার্ন পেয়েছেন স্পিনাররা, যা সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন মিরাজ-সোহানরা। তবে ক্যারিবিয়ান স্পিন সামলে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। তার ফিফটিতে কোনোরকমে দুইশ ছুঁয়েছে বাংলাদেশ।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারিসহ ৭ রান তুলেছিল বাংলাদেশ। তবে সেই শুরু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। দ্বিতীয় ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ হাসান। ইনফর্ম এই ওপেনার ৬ বল খেলে ৩ রানের বেশি করতে পারেননি।
পরের ওভারেই ফিরেছেন সৌম্য সরকারও। তৃতীয় ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে করেছিলেন জেইডেন সিলস। সেখানে জায়গায় দাঁড়িয়ে কভার পয়েন্টের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন সৌম্য। টাইমিং না হওয়ায় ব্যাকওয়ার্ড পয়েন্টে রোস্টন চেজের হাতে ধরা পড়েন। এই ওপেনারের ব্যাট থেকে এক চারে ৬ বলে ৪ রান এসেছে।
৮ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭১ রান। ৩২ রান করে শান্ত ফিরলে ভাঙে সেই জুটি।
শান্ত থিতু হয়ে ফিরলেও ব্যক্তিগত ফিফটি পেয়েছেন হৃদয়। এই মাইলফলক ছুঁতে ৮৭ বল খেলেছেন তিনি। কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও উইকেট বিবেচনায় হৃদয়ের এই ইনিংস কার্যকরী ছিল। ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। সবমিলিয়ে ৯০ বলে করেছেন ৫১ রান।
হৃদয়ের পর দায়িত্ব নিয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অঙ্কন। অভিষিক্ত এই উইকেটকিপার ব্যাটার ফিফটির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন। ইনিংসের ৪৬তম ওভারে রোস্টন চেইজকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন। তার আগে ৭৬ বলে করেছেন ৪৬ রান।
অঙ্কন ফেরার পর দুইশ স্পর্শ করা নিয়েও শঙ্কা জেগেছিল। তবে শেষদিকে রীতিমতো ঝড় তোলেন রিশাদ হোসেন। এক চার আর দুই ছক্কায় ১৩ বলে ২৬ রান করেছেন তিনি। তাতে দুইশ ছুঁয়েছে বাংলাদেশ।
আপনার মূল্যবান মতামত দিন: