বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২


দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫ ১৬:১৮

আপডেট:
২৩ অক্টোবর ২০২৫ ২০:৩৪

ফাইল ছবি

মিরপুরেই খেলা হচ্ছে তো? বাংলাদেশের চলমান সিরিজে নজর রাখলে খানিকটা খটকা লাগতেই পারে। আগের দুই ওয়ানডেতে কোনো রকমে দুইশো পেরোনো বাংলাদেশ আজ ১৬ ওভার শেষেই শতরান পেরিয়ে গেছে। তাও আবার কোনো উইকেট না হারিয়ে। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে শতরান এলো।

২০২৩ সালে সবশেষ ওয়ানডেতে কোনো শতরানের উদ্বোধনী জুটি দেখেছিল বাংলাদেশ। সিলেটে আয়ারল‍্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল গড়েছিলেন সেই জুটি। এ ছাড়া মিরপুরে প্রায় ১০ বছরের মধ্যে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি দেখা গেল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৭ রান। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন দুই ওপেনারই। ৫৫ বলে ৬২ রানে ব্যাট করছেন সৌম্য, এ ছাড়া ৪৭ বলে ৫৩ রানে টিকে আছেন আরেক ওপেনার সাইফ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ ছুঁলেন এই ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের দল দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারে ১ রানে হেরে যায়। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই নির্ধারণ করবে সিরিজের ফল। এ লক্ষ্যে আজ টস জিতে স্বাগতিকরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

মিরপুরের কালো পিচে দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভার স্পিন দিয়ে করিয়ে রেকর্ড গড়েছিল সফরকারী ক্যারিবীয়রা। আজও স্পিন আক্রমনেই শুরুটা করে তারা। যদিও আকিল হোসেনের প্রথম ওভারেই দুই চার মেরে ঝড়ের বার্তা দিয়েছিলেন সাইফ। এরপর আগ্রাসী রূপে হাজির হন সৌম্য সরকার।

স্পিনারদের জন‍্য দারুণ উইকেটে দুই ওপেনারের ব‍্যাটে ভালো শুরু পেয়ে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ এসেছে মাত্র ৪৬ বলে। যদিও ধাক্কাটা প্রায় দিয়ে দিচ্ছিলেন খ‍্যারি পিয়ের। তবে একটুর জন‍্য বেঁচে গেলেন সাইফ হাসান। বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন সাইফ। ব‍্যাটের কানায় বলের স্পর্শ বুঝতে পারেননি আম্পায়ার। তিনি এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তাতে বেঁচেও গেলেন এ যাত্রায়।

স্পিনে কাজের কাজ কিছু হচ্ছে না দেখে দশম ওভারে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তার ওভারে দুটি চার মেরে সৌম‍্য বুঝিয়ে দিলেন যেন আজ কাউকেই ছাড়া হবে না। ৪৮ বলে ব্যক্তিগত পঞ্চাশ করেছেন সৌম্য। ওয়ানডেতে এটি সৌম‍্যর ১৪তম পঞ্চাশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ।সৌম্যর পর বেশিক্ষণ সময় নেননি সাইফও। ৪৪ বল মোকাবিলায় ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top