মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২


ক্যারিবীয়দের মনে ভয় ধরিয়েছিল সাকিব-নাসুমের জুটি


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫ ১০:২৯

আপডেট:
২৮ অক্টোবর ২০২৫ ১৪:১৯

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ধবলধোলাই করে এসে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হারল বাংলাদেশ। এবারও সেই পুরোনো চিত্র, ব্যাটিংয়ে বিপর্যয়। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ১৪৯ রানে গুটিয়ে গেছে। ১৬ রানে জয়ের পর অবশ্য ক্যারিবীয় তারকা রভম্যান পাওয়েল জানিয়েছেন, স্বীকৃত ব্যাটাররা আউট হয়ে গেলেও তাদের ভয় ধরিয়ে দেয় তানজিম সাকিব ও নাসুম আহমেদের জুটি।

উইন্ডিজদের দেওয়া লক্ষ্য তাড়ায় ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে নিজেদের ভাগ্যটা প্রায় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। তবে নাসুমকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে আশা সঞ্চার করেন সাকিব। দুজনে মিলে যোগ করেন ৪০ রান। তানজিম সাকিব ৩৩ ও নাসুম ১৩ বলে ২০ রান করে আউট হওয়ার পর সেই আশাও শেষ হয়ে যায়। সাত নম্বরে নামা সাকিবের রানই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

বাংলাদেশের স্বীকৃত কোনো ব্যাটার ক্রিজে থাকলে জয়টা কঠিন হতো বলে সংবাদ সম্মেলনে দাবি করলেন পাওয়েল, ‘হ্যাঁ (নাসুম ও তানজিম জুটি মনে ভয় ধরিয়েছিল), এটা তো খুবই স্বাভাবিক। এটা থেকেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের কোনো প্রধান ব্যাটার যদি লম্বা সময় উইকেটে থাকত, তাহলে আমরা চাপে থাকতাম। কারণ শেষদিকে উইকেট অনেকটা ভেজা ছিল। তবে আমাদের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। তারা তাদের পরিকল্পনায় অটল ছিল এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে।’

সিরিজ নির্ধারণে শিশিরের ভালো প্রভাব থাকবে বলে মনে করেন সাবেক এই ক্যারিবীয় অধিনায়ক, ‘হ্যাঁ (সিরিজ নির্ধারণীতে শিশিরের প্রভাব থাকবে), অবশ্যই। উইকেট থেকে আমরা একটা ধারণা পেয়েছি। মাঠ নিয়েও আমরা একটা ধারণা পেয়েছি। আমরা সত্যিই জানতাম না এতটা শিশির থাকবে। আমার মনে হয় শেষের দুই ম্যাচে আমরা এটা (শিশির) বিবেচনায় রাখব। তবে আজ রাতেও এর পরিমাণ বেশি ছিল।’

মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে কম আলোচনা হয়নি। তার চেয়ে চট্টগ্রামের উইকেট ভালো উল্লেখ করে পাওয়েল বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে আমরা যেমন উইকেট দেখেছি, তার চেয়ে অবশ্যই এটা ভালো উইকেট। এখানেও অবশ্য বোলারদের জন্য খানিকটা সহায়তা ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, উইকেট পুরোপুরি রান উৎসব হওয়ার মতো ছিল না। বলা যেতে পারে একটা অ্যাভারেজ স্কোর ছিল। তবে এটা ভালো ক্রিকেটীয় উইকেট। আপনি যদি ভালো ব্যাটিং করতে পারেন তাহলে রান করতে পারবেন। আবার আপনি যদি ঠিকঠাক বোলিং করতে পারেন, তাহলে কিছু উইকেটও পাবেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top