মেলবোর্নের পিচ নিয়ে রেটিং দিলো আইসিসি
প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪
আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০
দুই দলের ক্রিকেটার থেকে শুরু করে কিউরেটর, সবাইকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ হতাশ করেছে। পার্থের মতো এই মাঠেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলা শেষ হয়েছে মাত্র দুই দিনে।
দুই ম্যাচেই ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছেন। তবুও পার্থকে পিচ রেটিংয়ে ‘খুব ভালো’ দিয়েছিল আইসিসি। কিন্তু মেলবোর্নের পিচ নিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মত, ‘অসন্তোষজনক’।
আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই রায় দিয়েছেন। তিনি বলেছেন, ‘এমসিজি পিচ বোলারদের বাড়াবাড়ি রকমের সহায়তা করেছে। প্রথম দিন ২০ উইকেট, দ্বিতীয় দিন ১৬, কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পারেনি। গাইডলাইন অনুযায়ী পিচ ছিল অসন্তোষজনক। ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট পেল।’

আপনার মূল্যবান মতামত দিন: