বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


আইপিএলের আগে নতুন জীবন শুরু ম্যাক্সওয়েলের


প্রকাশিত:
২১ মার্চ ২০২২ ০২:১৯

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ০৫:২৫

 ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের আগে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল।

ভারতীয় বংশোদ্ভূত বিনি রমনের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়লেন ম্যাক্সওয়েল। পরিবারের সদস্যদের নিয়ে শনিবার (১৯ মার্চ) রাতে বিবাহের অনুষ্ঠান করেছেন ম্যাক্সওয়েল-বিনি দম্পতি।

২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে পরিচয় হয় ম্যাক্সওয়েল ও বিনির। এরপর পরিচয় থেকে পরিণয়। ২০২০ সালে বিনির সাথে নিজের বাগদানের খবর জানান ম্যাক্সি। বিনির জন্ম তামিল পরিবারে। বর্তমানে মেলবোর্নের বাসিন্দা তিনি। পেশায় ফার্মাসিস্ট বিনি।

বিয়ের খবর নেট মাধ্যমে দেন নবদম্পতি। টুইটারে বিবাহের ছবিও দিয়েছেন বিনি। সেখানে বিনি লিখেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সাথে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতাবেন ম্যাক্সওয়েল।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top