ডিজিটাল ফাঁদে পড়ে ৭১ লাখ হারালেন বৃদ্ধা
 প্রকাশিত: 
 ১৯ জানুয়ারী ২০২৫ ০৭:৫৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৮
                                তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতারণার ধরন যেমন বদলেছে, বেড়েছে মাত্রাও। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে ভয়ংকর সব প্রতারণা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারক ও প্রতারণার অভিনব সব কৌশল। বারবার সতর্কতামূলক প্রচার সত্ত্বেও সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছে মানুষ। এবার ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় এক প্রবীণ অনলাইন ট্রেডিং সংক্রান্ত একটি অ্যাপ নামানোর পর খোয়ালেন ৭১ লাখ ৭৫ হাজার টাকা!
জানা গেছে, ওই ব্যক্তি একজন অভিজ্ঞ ট্রেডার। কিন্তু গত মাসে হোয়াটসঅ্যাপে প্রতারকদের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে কোনোভাবেই তাদের উদ্দেশ্য বুঝে উঠতে পারেননি বৃদ্ধ। অনলাইন ট্রেডিং সংক্রান্ত নানা তথ্য ও টিপস দেয়া হয় ওই বৃদ্ধকে। তিনি এতে বেশ প্রভাবিত হন। এরপর তাদের প্রস্তাবিত খাতে বিনিয়োগও করেন। অল্প টাকা বিনিয়োগে সময়োপযোগী লাভ পান। ফলে বিশ্বাস আরো শক্ত হয়।
এরপর ওই ব্যক্তিকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে প্রতারক। যার সাহায্যে নিজের বিনিয়োগ ও তা থেকে প্রাপ্ত লাভ, সবই নজরে রাখা যাবে। আর সেই অ্যাপের প্রলোভনে এরপর ঘনঘন বিনিয়োগও করতে থাকেন ওই প্রবীণ।
এ বছরের ১০ জানুয়ারির মধ্যে ১২টি লেনদেন করেন তিনি। কিন্তু গোলমাল হয় এরপরই। নিজের লাভের টাকা তুলতে গেলে বারবারই প্রযুক্তিগত সমস্যার কথা জানানো হয় অ্যাপের পক্ষ থেকে। বরং তাকে আরো বিনিয়োগের লোভ দেখানো হয়। প্রাথমিক ভাবে তা করেও ফেলেন তিনি। কিন্তু এরপরও টাকা তুলতে না পেরে সন্দেহ হয়। অবশেষে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত প্রতারকদের সম্পর্কে কোনো তথ্যই হাতে আসেনি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: