হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স মেসেজে ঝুঁকি, সতর্ক থাকবেন যেভাবে
 প্রকাশিত: 
 ২৭ জানুয়ারী ২০২৫ ০৭:৩৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৪:৪৭
                                বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করা যায়। এর অনেক ফিচারের মধ্যে 'ভিউ ওয়ান্স' ফিচারটি বেশ জনপ্রিয়। ছবি, ভিডিও, ভয়েস মেসেজ পাঠানোর অত্যন্ত পছন্দের এক ফিচার। অথচ এই ফিচারে একটি ত্রুটি দেখা গেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে।
জানা গেছে, এই ফিচারেই ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। কেননা একবার দেখার পর মেসেজটি মুছে যাওয়ার পরও তা দেখে ফেলার সুযোগ রয়েছে। তবে এই লুপহোল অবশ্য কেবল আইফোনেই রয়েছে।
যেভাবে ভিউ ওয়ান্স মেসেজ মুছে যাওয়ার পরও দেখবেন
হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যান। সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা। তারপর ম্যানেজ স্টোরেজ। এরপর স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টসে যান, যাকে আপনি ভিউ ওয়ান্স বার্তাটি পাঠিয়েছেন। সেই নামে ট্যাপ করে বেছে নিন সর্ট বাই। তারপর বেছে নিন নিউয়েস্ট ফার্স্ট। এখান থেকে ভিউ ওয়ান্স দৃশ্যমান হলে সেটিকে ফের অ্যাক্সেস করতে পারেন।
আর এই বিষয়টিই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কেননা অনেক স্পর্শকাতর বার্তা পাঠানোর সময় এই অপশন ব্যবহার করেন ব্যবহারকারীরা। তারা জানেন একবার দেখার পরই সেটি মুছে যাবে। কোনো ভাবেই আর তা দেখা সম্ভব নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টি তা নয়। বরং অনায়াসেই সেটি দেখা যাচ্ছে। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে আশা করা হচ্ছে দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: