শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


৩৮ কেজির বাঘাইড় বিক্রি হলো অর্ধলাখে


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ০৫:৫৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৮:০৬

 ছবি : সংগৃহীত

পদ্মা নদীতে জেলের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাছটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন। এর আগে, সকালে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাট এলাকায় আক্কাস হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, সকালে দৌলতদিয়ার ৬ এবং ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলেন আক্কাস ও তার সহযোগীরা। এরপর জাল টানতেই দেখেন বিশাল আকৃতির একটি বাঘাইড় ধরা পড়েছে। পরে মাছটি দৌতলদিয়া ফেরিঘাটে আনেন। প্রথমে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি কিনে নেন। এরপর শাজাহান শেখ কেজিতে ৫০ টাকা লাভে ৫১ হাজার ৩০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান জানান, জেলের জালে মাঝে মধ্যেই বাঘাইড়, পাঙ্গাশ, রুই, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। নদীর তলদেশে বসবাস করে এসব মাছ। খাবারের সন্ধানে ওপরে আসলে জেলেদের জালে ধরা পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top