বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


ভালো ফল করেও থাকছে স্বপ্নভঙ্গের শঙ্কা


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৩:৪৬

আপডেট:
১০ জুলাই ২০২৫ ২২:০৮

ছবি সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রতি বছরই শিক্ষার্থীদের পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়ছে। এই সাফল্য একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে দেশের অগ্রগতির ইঙ্গিত দেয়, তেমনি অন্যদিকে উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে এসে শিক্ষার্থীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। ভালো ফল করেও অধিকাংশ এসএসসি শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত বা ভালো কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

সাফল্যের আড়ালে ভর্তিযুদ্ধ

সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। উদাহরণস্বরূপ, সর্বশেষ প্রকাশিত এসএসসি ফলাফলে এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই বিপুল সংখ্যক জিপিএ-৫ প্রাপ্তির কারণে ভালো মানের কলেজগুলোতে ভর্তির প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে। দেশের হাতে গোনা কয়েকটি স্বনামধন্য কলেজে সীমিত সংখ্যক আসন থাকায়, মেধা তালিকায় এগিয়ে থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, রাজধানীসহ সারা দেশে ২৫০-এর মতো কলেজে শিক্ষার্থীদের ভর্তির আগ্রহ থাকে বেশি। এই ২৫০ কলেজের মধ্যে রাজধানীর ৩০ থেকে ৩৫টি কলেজে সবচেয়ে বেশি আবেদন পড়ে। কলেজগুলোতে সর্বসাকুল্যে আসন আছে ৩০ হাজারের মতো। এর মধ্যে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যালয় শাখা আছে। ফলে কলেজে ভর্তির ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। তাই বাইরের প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী এসব কলেজে ভর্তির সুযোগ পাবেন না।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, সারা দেশে ‘ভালো’ বা ‘মোটামুটি ভালো’ মানের কলেজের সংখ্যা ২৪০-২৫০টি। যেগুলোতে সবমিলিয়ে আসন আছে এক লাখের মতো। বিপরীতে গত বছর জিপিএ-৫ পান এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। অর্থাৎ ভালো কলেজগুলোতে ভর্তির পরও অন্তত ৮০ হাজার শিক্ষার্থী দ্বিতীয় বা তৃতীয় গ্রেডের কলেজে ভর্তি হতে বাধ্য হন।

সবার নজর থাকবে ২৫০ কলেজে

দেশে সাড়ে ১১ হাজার প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে পাঠদান হলেও মূলত ২৫০ কলেজে ভর্তির আগ্রহ থাকে সবার। এর মধ্যে প্রায় ২০০টি হলো কলেজ ও মাদ্রাসা, ৪৭টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, একটি গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ও একটি গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউট রয়েছে।

৫১৫টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থাকলেও ডজনখানেক প্রতিষ্ঠান শিক্ষার্থী আকৃষ্ট করার ক্ষমতা রাখে। ডিপ্লোমা ইন কমার্সের সাত প্রতিষ্ঠান ও বিএমটি এবং ভোকেশনাল প্রতিষ্ঠানেও কিছু শিক্ষার্থী ভর্তি হয়।

গত বছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ হাজার ১৯০ জন। তাদের প্রায় সবাই ঢাকার ভালো কলেজে ভর্তি হওয়া চেষ্টা করেন। এছাড়া দেশের অন্যান্য জেলা ও বিভাগ থেকে রাজধানীতে ভর্তি হওয়ার জন্য আসেন অনেকে। রাজধানীর ভালো কলেজগুলোতে ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ নেই। অথচ জিপিএ-৫ পাওয়া এক লাখ ৮২ হাজার শিক্ষার্থীর সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে রাজধানীর নামিদামি কলেজগুলো।

এইচএসসি ২০২৪ এর ফলের ভিত্তিতে ঢাকার সেরা ১০টি কলেজ

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকার সেরা ১০টি কলেজ হলো- নটর ডেম কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা সিটি কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বিএএফ শাহীন কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ও হলি ক্রস কলেজ।

এছাড়া ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা বিজ্ঞান কলেজ, তেজগাঁও কলেজ, তেজগাঁও মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ ও ঢাকা উইমেন্স কলেজে ভর্তি হতে আগ্রহ দেখান শিক্ষার্থীরা।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top