শুক্রবার, ৯ই জুন ২০২৩, ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০


শাহরুখকে নকল করতে গিয়ে বিপাকে অঙ্কুশ


প্রকাশিত:
২৫ মে ২০২৩ ১২:৪৩

আপডেট:
৯ জুন ২০২৩ ০৩:০৭

 ফাইল ছবি

সম্প্রতি ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে গ্রিসে ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ। সেখান থেকে গিয়েছিলেন আইসল্যান্ডেও। আইসল্যান্ডে গিয়ে অঙ্কুশ আর ঐন্দ্রিলা যান শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানের শুটিং স্পটে!

আর সেখানেই গিয়ে শাহরুখ সাজার শখ জাগল অভিনেতার। ভাঙা বিমানের ডানায় দাঁড়িয়ে শাহরুখের কায়দায় পোজও দিয়ে ফেললেন অঙ্কুশ। তারপরই ঘটল গণ্ডগোল। হঠাৎ ঐন্দ্রিলাকে ভিডিও বন্ধ করতে বললেন অঙ্কুশ। দুম করে কী হলো?

বিষয়টা নিজেই জানিয়েছেন টলিউডের এই নায়ক। ভিডিও দেখেও বোঝা গেছে, অঙ্কুশের হাল। আসলে ওই শুটিং স্পটে এতটাই ঠান্ডা যে, অঙ্কুশ একেবারে কেঁপে অস্থির। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘দৃশ্য একরম আর বাস্তবটা অন্যরকম!’

প্রসঙ্গত, শুটিংয়ের অবসরে ফাঁক পেলেই দেশ-বিদেশে ঘুরতে বেরিয়ে পড়েন টলিপাড়ার এই জুটি। এবার গিয়েছেন আইসল্যান্ডে। সেখানে গিয়েই ব্লু লেগুনে স্পা করালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দুই তারকাই নিজেদের সামাজিকমাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top