হঠাৎ হাসপাতালে রবি চৌধুরী
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৪
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬
আগের মতো গানে নিয়মিত ভক্তরা না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই তাদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। তবে এবার ফেসবুকে ভক্তদের মন খারাপের খবর শেয়ার করেছেন তিনি।
গতকাল একটি ছবি পোস্ট করেছেন রবি চৌধুরী। এতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ডাক্তার রিপোর্ট দেখে ভর্তি হতে বললেন। ভালো থাকবেন সবাই।’
রবি চৌধুরীর এই ছবি এবং স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে, তিনি ভালো নেই। খবরটি ছড়িয়ে পড়তেই সবার মাঝে বিষাদের বার্তা পৌঁছে গেছে। অনেকেই তার পোস্ট ও ছবির মন্তব্যের ঘরে প্রিয় শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করছেন। কেউ কেউ জানতে চাইছেন কোনো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি? তবে কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন রবি চৌধুরী তা এখনও জানা যায়নি।
তবে হাসপাতাল থেকে আরো একটি পোস্ট শেয়ার করেন রবি। সেখানে তিনি লিখেছেন, ‘জীবনে আমার আরো আছে গান। আরো কিছু সুর আছে বাকি। আমি আরো গাইতে চাই। আপনাদের জন্য।’
আপনার মূল্যবান মতামত দিন: