শুক্রবার, ৯ই জানুয়ারী ২০২৬, ২৬শে পৌষ ১৪৩২


হামলার শিকার বলিউড অভিনেত্রী রাবিনা


প্রকাশিত:
২ জুন ২০২৪ ১০:১৪

আপডেট:
৯ জানুয়ারী ২০২৬ ০৯:২৪

ছবি- সংগৃহীত

পথেঘাটে তারকাদের দেখা পেয়ে সাধারণ মানুষজন সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লেও বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের ক্ষেত্রে ঘটল উল্টো ঘটনা। পথচারীদের হামলার শিকার হয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, রবিনা ট্যান্ডনের গাড়ির চালক নাকি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তিনজনকে ধাক্কা মারেন। এ ঘটনার পর স্থানীয়রা যখন তাদের ঘিরে ধরে তখন অভিনেত্রী নেমে আসেন। এবং পাল্টা চোটপাট চালান।

তবে চোটপাটে হিতে বিপরীত হয়েছে। কেননা প্রতিউত্তরে স্থানীয়রা চড়াও হন রাবিনার ওপর। এতে যেন হুঁশ ফেরে নায়িকার। অবস্থা বেগতিক দেখে রীতিমতো হাতজোড় করেন। ‘ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’ বলে মিনতি করতে থাকেন।

জানা গেছে, রাবিনার গাড়ির ধাকায় আহত হয়েছেন তিন পথচারী। তাদের মধ্যে একজন পেয়েছেন কানে আঘাত। এরইমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায় ভিডিও ধারণকারীকে ভিডিও করতে নিষেধ করা হচ্ছে।

জানা গেছে অভিনেত্রীর বিরুদ্ধে নাকি অভিযোগও দায়ের করেছেন ওই তিন নারী। তবে এ ঘটনায় এখনও মুখ খোলেননি রাবিনা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top