সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


অভিনেতা কেআরকের জামিন মিললেও কারাগারেই থাকছেন


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:৩৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৫:২৮

 ছবি : সংগৃহীত

শ্লীলতাহানির মামলায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বলিউড ইন্ডাস্ট্রিতে কেআরকে নামে পরিচিত অভিনেতা কামাল রশিদ খানকে জামিন দিয়েছেন ভারতীয় আদালত। ২০২১ সালে ভারসোভা পুলিশের নথিভুক্ত করা একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে জামিন পেলেও খান অবশ্য কারাগারেই থাকবেন। কারণ অভিনেতা অক্ষয় কুমার এবং চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভার্মা সম্পর্কে বিতর্কিত টুইটের কারণে ২০২০ সালের মামলায় বোরিভালি ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন মুলতবি রয়েছে।

টুইটের ক্ষেত্রে তার জামিন আবেদনের শুনানি হতে পারে বুধবার (৭ সেপ্টেম্বর) বোরিভালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

কথিত অবমাননাকর টুইটগুলোর জন্য খানকে ৩০ আগস্ট মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বোরিভালি ম্যাজিস্ট্রেট আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে প্রেরণ করে। এরপর ভার্সোভা পুলিশ শ্লীলতাহানির মামলায় তাকে হেফাজতে নেয় এবং তাকে বান্দ্রা আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে ৩৫৪ (এ) এবং ৫০৯ ধারার অধীনে ২৭ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযোগকারীর অভিযোগ, কামাল খান তাকে একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার অজুহাতে ভারসোভায় তার বাংলোতে ডেকেছিলেন। এফআইআর অনুসারে তিনি তার পানীয়তে মাদক জাতীয় উপাদান মিশিয়ে ছিলেন এবং তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top