সোমবার, ২২শে ডিসেম্বর ২০২৫, ৮ই পৌষ ১৪৩২


জালিমের বিরুদ্ধে আবার লড়াইয়ে নামতে হবে: হাসনাত


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫ ১৪:৩১

আপডেট:
২২ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬

ছবি : সংগৃহীত

জালিমের বিরুদ্ধে আবার লড়াইয়ে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক ওয়ালে আওয়ামী লীগ থেকে বিএনপি ২০০ নেতাকর্মী যোগদান শীর্ষক সংবাদের ভিডিও শেয়ার করে ওই পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, ‘বাংলাদেশ জানুক কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াইয়ে নামতে হবে। গত সতেরো বছর ধরে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন, যারা ঘরে থাকতে পারেননি, গণতন্ত্রের জন্য হরতালঅবরোধ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এই পুনর্বাসন তাদের সাথে একটা জুলুম।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা যারা রাজপথে ছিলেন, মার খেয়েছেন, স্রোতের বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন-আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে। এটা ভেবে বিএনপির ত্যাগীদের প্রতি করুণা হয়। যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন-আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেবিদ্বারবাসী (কুমিল্লা), আপনারাই বিচার করবেন- কোন বিএনপি দীর্ঘ সতেরো বছর মাঠে ছিল, মার খেয়েছে; আর কোন বিএনপি বিগত নির্বাচনগুলোতে ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিস্টদের তাঁবেদারি করেছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ত্যাগী নেতাকর্মীদের সাথে প্রতারণা করে এই ধান্দাবাজ হাইব্রিড বিএনপিরা যেই প্রতারণার মিছিল শুরু করেছে সেটি একদিন পুরো বিএনপির রাজনীতিকে কবরস্থ না করলেই হয়।’

আরও পড়ুন: হাদির ওপর হামলার দ্রোহের আগুন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে: হাসনাত

উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেনরোববার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাড়ে ১৫ বছর যেসব আওয়ামী ক্যাডারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ নির্যাতিত-নিপীড়িত হয়েছে, বিএনপিতে তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়ায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

বিএনপিতে যোগদানকারীরা হলেনউপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, নাজমুল, আতাউর রহমান সয়নতার বাবা বজলু আমিন, জানু মিয়া, ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন (বড়শালঘর), শাহ আলীসহ ২০০ নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top