ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নিতে হবে : উত্তর কোরিয়া
প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৮:৪৩
আপডেট:
৩০ জুলাই ২০২৫ ০৬:৫৪

অতীতে অনুষ্ঠিত সব সম্মেলনের সময়কার বাস্তবতা এখন আর নেই এবং ভবিষ্যতের কোনও আলোচনাই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা অবশ্যই মেনে নিতে হবে বলে জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার ( ২৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সাধারণত ভাইয়ের পক্ষ থেকে কথা বলেন বলে ধারণা করা হয়। কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ‘খারাপ নয়’ বলে স্বীকার করেছেন তিনি।
তবে ওয়াশিংটন যদি এই ব্যক্তিগত সম্পর্ককে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি শেষ করার কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে সেটি কেবল ‘উপহাসের বিষয়’ হবে বলে মন্তব্য করেছেন কিম ইয়ো জং।
তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র এই পরিবর্তিত বাস্তবতা মেনে না নিয়ে যদি ব্যর্থ অতীতের পথেই এগিয়ে চলে, তাহলে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক যুক্তরাষ্ট্রের জন্য কেবল এক ‘আশা’ হয়ে থাকবে।’’
কিম জং উনের এই বোন বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবারের বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা ও ভূরাজনৈতিক বাস্তবতা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনও চেষ্টা... সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে।
এদিকে, কেসিএনএর আরেক প্রতিবেদনে উত্তর কোরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সম্পর্ক জোরদারের অংশ হিসেবে সোমবার পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে কয়েক দশক পর প্রথম সরাসরি যাত্রীবাহী ফ্লাইট আবার চালু করা হয়েছে।
২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথম বৈঠকে কিম ও ট্রাম্প কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করেন। পরের বছর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের কারণে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় বৈঠক ভেস্তে যায়।
ট্রাম্প একাধিকবার বলেছেন, কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। হোয়াইট হাউসও বলেছে, রহস্যময় উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ রয়েছে।
সূত্র: রয়টার্স।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: