বৃহঃস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫, ১লা কার্তিক ১৪৩২


ফের হামলা হলে ‘ভুতুড়ে শহরে’ পরিণত হবে তেল আবিব: ইরানি ধর্মীয় নেতা


প্রকাশিত:
১ আগস্ট ২০২৫ ১৭:৩৮

আপডেট:
১৬ অক্টোবর ২০২৫ ২২:৫৪

ছবি সংগৃহীত

ইরানের ওপর নতুন আগ্রাসন চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে তেহরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র আবার আক্রমণের শিকার হলে তেল আবিব ‘ভুতুড়ে শহরে’ পরিণত হবে। শুক্রবার (১ জুলাই) জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি এ কথা বলেন।

তিনি ইসরায়েলি নেতাদের সতর্ক করে তেহরানের তিনি বলেন, ‘যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো অথবা তোমাদের উন্মাদনার পুনরাবৃত্তি করো, তাহলে আমরা ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ-বিচূর্ণ করে দেব এবং তেল আবিবকে একটি ভুতুড়ে শহরে পরিণত করব।’

গত জুন মাসে শুরু হওয়া ইসরায়েলের ১২ দিনের আগ্রাসনের সময় ইরানি জনগণের ঐক্যের প্রশংসাও করেছেন আয়াতুল্লাহ খাতামি। তিনি বলেন, 'শত্রুদের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের সময় ইরানি জনগণ যা দেখিয়েছিল, তা ছিল ইসলামী দেশ থেকে বিশ্বজুড়ে প্রেরিত একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। এটি ছিল ঐক্য ও সংহতির কণ্ঠস্বর, যা বিশ্বকে ঘোষণা করেছিল - যদি ইরান শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তাহলে জনগণ শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়াবে।'

১৩ জুন ইসরায়েল ইরানে আক্রমণ করে। কয়েকদিনের হামলায় ইরানজুড়ে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারও ছিলেন।

ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি এই আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানায়। অধিকৃত অঞ্চলগুলোর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়।

যুদ্ধবিরতির মাধ্যমে হামলা-পাল্টা হামলা স্থগিত হওয়ার দুই দিন আগে ২২ জুন ইরানি পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের ভারী বোমা হামলার প্রতিক্রিয়ায় কাতারের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top