শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


অন্ধ ব্যক্তিরা কালো চশমা পরে থাকেন কেন?


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৫:৫৯

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ২৩:৫৪

ছবি সংগৃহীত

দেহের অত্যন্ত মূল্যবান ও স্পর্শকাতর অঙ্গ চোখ। পৃথিবীর যাবতীয় সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি চোখ দিয়ে। তবে এই সৌন্দর্য অনেকেই উপভোগ করতে পারেন না চোখের আলো না থাকায়। বলছিলাম অন্ধদের কথা।

কেউ জন্মান্ধ অর্থাৎ জন্ম থেকেই অন্ধ। আবার কেউ দুর্ঘটনায় হারান দৃষ্টিশক্তি। খারাপ জীবনযাত্রার কারণে আবার কারো কারো চোখ দুর্বল হতে শুরু করে। খেয়াল করে দেখেছেন হয়তো অন্ধ ব্যক্তি কিংবা যাদের চোখে কিছু সমস্যা রয়েছে তারা সবসময় গাঢ় রঙের চশমা পরে থাকেন।

কখনো কি ভেবে দেখেছেন, এমন ব্যক্তিরা কেন কালো চশমা পরেন? অন্ধ ব্যক্তিদের কালো চশমা পরা কি সাধারণ বিষয় নাকি এর পেছনে আছে নির্দিষ্ট কোনো কারণ? চলুন জেনে নিই-

কেবল অন্ধ ব্যক্তিরাই যে কালো চশমা পরেন তা নয়, যাদের চোখে সংক্রমণ আছে কিংবা চোখের ছানির অপারেশন হয়েছে তারাও কালো চশমা ব্যবহার করেন। এমন চশমা পরার পরামর্শ দেন চিকিৎসকরাই। কারণ তাদের মতে, এই কালো চশমা চোখকে রক্ষা করে।

একজন অন্ধ ব্যক্তির চোখ সবার ক্ষেত্রে পুরোপুরি নষ্ট হয় না, অনেক অংশে কাজ করে। যদিও বেশিরভাগ অন্ধ মানুষের চোখ ছবি গঠন করতে অক্ষম। এছাড়া চোখের অনেক রোগ আছে, যার কারণে মানুষ অন্ধ হয়ে গেলেও অন্ধ ব্যক্তির চোখের কিছু অংশ সচল থাকে।

একজন অন্ধ ব্যক্তির চোখ সাধারণ মানুষের চেয়েও বেশি সংবেদনশীল হয়ে থাকে। এমন ব্যক্তিদের চোখ সূর্যের আলোতে খুব বেশি কষ্ট পায়। সূর্যের আলো পড়ামাত্র তাদের চোখ জ্বলতে থাকে। কখনো কখনো এই ব্যথা এতটাই অসহ্য হয়ে যায় যে ওই ব্যক্তি হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে।

এছাড়াও কালো রঙের চশমা পরার আরেকটি কারণ রয়েছে। বেশিরভাগ অন্ধ মানুষের চোখের সামনে কমলা রঙ থাকে। এমন পরিস্থিতিতে গাঢ় কালো রঙের চশমা সূর্যের রশ্মি চোখে পৌঁছাতে বাধা দেয়। ফলে চোখ বিশ্রাম পায়। এজন্যই অন্ধ ও চক্ষু রোগীদের বিশেষ ধরনের গাঢ় রঙের চশমা দিয়ে থাকেন চিকিৎসকরা।

অনেকে কালো চশমার সঙ্গে সানগ্লাসকে গুলিয়ে ফেলেন। এই দুটো চশমা কিন্তু এক নয়। অন্ধদের কালো চশমা সাধারণ মানুষের সানগ্লাস থেকে আলাদা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top