প্রবাসীরা ভোটার হতে চাইলে যে চার তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক
প্রকাশিত:
১৫ মে ২০২৫ ১৫:৫৫
আপডেট:
১৫ মে ২০২৫ ২১:১৭

প্রবাসী বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে বিদেশে বসবাসরত কেউ ভোটার হতে চাইলে জন্মসনদসহ চারটি ডকুমেন্টসের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে।
এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে যেসব বিষয়ে তথ্য দিতে হবে সেগুলোর মধ্যে রয়েছে- বিশেষ এলাকার [নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫৬টি উপজেলা/থানার (চট্টগ্রাম অঞ্চল) জন্য তথ্য সম্বলিত] নাগরিকদের জন্য ‘বিশেষ তথ্য ফরম’ পূরণ, শিক্ষা সনদ (SSC / Equivalent Certificate /JSC/PSC সনদ), পিতামাতার এনআইডি, মৃত হলে মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স/টি.আই.এন (প্রযোজ্য ক্ষেত্রে), কতিপয় দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নিকাহনামা (Marriage Certificate) এবং স্বামী-স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও কর্তৃক), ইউটিলিটি বিলের কপি (ভোটার এলাকার ঠিকানার বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি, ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র।
আপনার মূল্যবান মতামত দিন: