রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০১:১৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০১:১৩

 ছবি : সংগৃহীত

চার দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এবারের সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে তাকে এ সফর বাতিল করতে হয়েছিল বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্ত্রীত্ব চলে যাবে কি না, সে এখতিয়ার প্রধানমন্ত্রীর।’

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

ওবায়দুল কাদের ব‌লেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সবসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন, এমন কোনো কথা নেই। ন‌রেন্দ্র মো‌দি এসেছেন, তখন কি (তা‌দের) পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছি‌লেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ, একজন মানুষ অসুস্থ হ‌তেও পা‌রেন। তার বাসা থে‌কে শু‌নে‌ছি, তি‌নি কিছুটা অসুস্থ। এটা হ‌তেই পা‌রে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘কিছুদিন আগে তার হয়‌তো একটা স্লিপ হ‌য়ে‌ছে, কথাবার্তা বলা, সেটার জন্য তার ম‌ন্ত্রীত্ব চ‌লে যা‌বে কি না এ এখতিয়ার তো আমার নেই। এ এখ‌তিয়ার প্রধানমন্ত্রীর, তি‌নি চাই‌লে বাদ দি‌তে পা‌রেন। ’

‘এ বিষ‌য়ে অন্য কারও কিছু বলার নেই। বললে সেটা হবে অতি কথন,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে সমালোচনার জন্ম দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার বিষয়ে সম্প্রতি করা তার এক মন্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী।

যদিও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজেই গত রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করেই এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে না থাকায় সংশ্লিষ্ট মহল মনে করছেন, অসুস্থতার কথা বলে মোমেনকে ভারত সফর থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top