সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


‘মবতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাতিল করেছিল’


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬ ২০:৪৫

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০২:৩৪

ছবি-সংগৃহীত

রিটার্নিং কর্মকর্তারা মবের ভয়েই অনেক প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে এসে এমন অভিযোগ ‍তুলেন তিনি।

এদিকে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো চলছে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি। দুপুর ১টা পর্যন্ত ৩৫টি আপিল শুনানি হয়েছে। তার মধ্যে ২৮টি আবেদন বৈধ এবং ৫টি অবৈধ এবং দুটি স্থগিত করেছে কমিশন। আজ আপিল আবেদনের ৭১ থেকে ১৪০ পর্যন্ত শুনানি হবে, যা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

এসময় শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করে বলেন, মবতন্ত্রের ভয়েই রিটার্নিং কর্মকর্তারা জাতীয় পার্টির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে জাতীয় পার্টি ৭০টির মতো আসনে জয়লাভ করবে এমন আশাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সংখ্যা ছিলো ৬৪৫টি। শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আবেদনের শুনানি সম্পন্ন করা হয়। রোববার শুরু হয় ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি।

আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় ছিল জামায়াত, জাতীয় পার্টি, খেলাফত মজলিসসহ স্বতন্ত্র প্রার্থীরা। কমিশনের শুনানি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা।

এদিকে, সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ইসি আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে সশস্ত্র বাহিনীসহ ১৬টি প্রাসঙ্গিক সংস্থার প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top