রোহিতের অবসর, কে হবেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক?
প্রকাশিত:
৮ মে ২০২৫ ১১:০৭
আপডেট:
৮ মে ২০২৫ ১৬:৪৮

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজ। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এদিকে আগামী মাসেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। আসন্ন সফরে কে হবেন সাদা পোশাকে ভারতের নতুন অধিনায়ক?
লাল বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভমান গিল, এমনটাই জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। ইতোমধ্যে সাদা বলের ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন গিল, আর এখন তাকে ঘিরেই তৈরি হচ্ছে নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনা।
অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দীর্ঘমেয়াদি নেতৃত্ব পরিবর্তনের দিকে এগোচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে জাসপ্রিত বুমরাহ সিরিজের সব ম্যাচে থাকছেন না এমন ইঙ্গেতে, নির্বাচকরা চাইছেন তরুণ কাউকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে।
২৫ বছর বয়সী শুভমান গিল এখন ভারতের ক্রিকেটারের মধ্যে একজন, যিনি নিয়মিত তিন ফরম্যাটেই খেলছেন। আইপিএলে গত দুই মৌসুমে গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করেছেন, এবং চাপের মুখেও শান্ত থেকে দল পরিচালনায় প্রশংসা কুড়িয়েছেন।
টেস্ট ক্রিকেটে ওপেনার ও তিন নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা আছে গিলের। এখন পর্যন্ত ৩২ টেস্টে করেছেন ১,৮৯৩ রান, যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি আর ৭টি হাফ-সেঞ্চুরি।
আগামী ১৭ মে’র আশেপাশে মুম্বাইয়ে বসবে ভারতের নির্বাচক কমিটির বৈঠক। সেখানে স্কোয়াড চূড়ান্ত করার পাশাপাশি সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটাই হবে বড় চ্যালেঞ্জ। যদিও কিছু সূত্র জানিয়েছে, কেএল রাহুলের নামও আলোচনায় রয়েছে, তবে ৩৩ বছর বয়সী এই ব্যাটারের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
ইংল্যান্ড সিরিজ দিয়েই ভারতের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হতে যাচ্ছে, আর এ কারণেই নির্বাচকরা গিলকে নিয়মিত অধিনায়ক হিসেবে সুযোগ দিতে আগ্রহী। তার নেতৃত্বে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যতের শক্তিশালী টেস্ট দল গড়ে তোলার লক্ষ্য টিম ম্যানেজম্যান্টের।
আপনার মূল্যবান মতামত দিন: