ফের শুরু হচ্ছে আইপিএল, ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে বার্তা দিল বিসিসিআই
 প্রকাশিত: 
 ১১ মে ২০২৫ ১১:১১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৫৯
                                ভারত এবং পাকিস্তানের সামরিক উত্তেজনার মাঝে বন্ধ হয়ে পড়েছিল দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ। পাকিস্তান বিকল্প ভেন্যুর চেষ্টায় প্রাথমিকভাবে সফল হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। আবার ভারত তিন ভেন্যুতে আইপিএলকে নিয়ে আসার চেষ্টা করলেও সেটা আলোর মুখ দেখেনি। এরইমাঝে বিবাদমান দুই প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হলে ক্রিকেটকে আবার মাঠে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।
এরইমাঝে ভারতের গণমাধ্যমে এসেছে নতুন খবর। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের খবরে জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৩ই মে তারিখের মাঝে সকল বিদেশী খেলোয়াড়দের ভারতে ফিরিয়ে আনার জন্য বার্তা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।
নতুন করে আইপিএলকে মাঠে ফেরানোর জন্য বিসিসিআই কমিটির বৈঠক শেষেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে এমন বার্তা দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। বোর্ডের এক সূত্রের বরাতে এমন খবর প্রচার করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত থাকার কারণে ফাইনালও পিছিয়ে যাচ্ছে। ২৫মে এর বদলে ৩০মে তারিখ ফাইনাল হতে পারে।
এতে আরও বলা হয়, পাঞ্জাব কিংস ব্যতীত টুর্নামেন্টের বাকি ৯ দলকেই তাদের নিজ নিজ হোম ভেন্যুতে ফিরতে বলা হয়েছে। শুক্রবার থেকেই ফের আইপিএল মাঠে গড়াবে– সেই প্রস্তুতি নিতে বলা হচ্ছে সব দলকেই।
তবে চলমান এই অবস্থায় এক দিনে দুই ম্যাচের সংখ্যা আরও বেশি হতে পারে। এখন পর্যন্ত আইপিএলে পরিত্যক্ত দিল্লি-পাঞ্জাব ম্যাচসহ বাকি আছে ১৭ ম্যাচ। যার অর্থ, প্লে-অফের চার ম্যাচসহ অন্তত দুই সপ্তাহের বেশি দরকার হবে পূর্বের পরিকল্পনা অনুযায়ী। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর বলছে, বিসিসিআই চায় আগামী ২ সপ্তাহের মাঝেই আইপিএল শেষ করতে। সে হিসেবে একদিনে একাধিক ম্যাচের দেখা মিলতে পারে।
প্রসঙ্গত, স্থগিত হওয়ার আগে আইপিএলের অষ্টাদশ আসর থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। বাকি সাতটি দল এখনও প্লে-অফের দৌড়ে আছে। অবশ্য এর মধ্যে শীর্ষে (যথাক্রমে গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস) থাকা দলগুলোরই সম্ভাবনা বেশি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: