বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করল আফগানিস্তান
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৩:৪০
আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৯:১১

এশিয়া কাপ ক্রিকেটের এবার্বের আসর একেবারে দোরগোড়ায়। আগামী মাসেই মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এ টুর্নামেন্ট। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে এশিয়া কাপ শেষ হলেও বাংলাদেশ থেকে যাবে সংযুক্ত আরব আমিরাতেই।
এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতেই লাল-সবুজের দল সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আজ এ সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তান দল সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের ‘হোম’ হিসেবে ব্যবহার করে আসছে।
আমিরাতে প্রথমেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২ অক্টোবর। বাকি দুই ম্যাচ ৩ ও ৫ অক্টোবর। এরপর দুই দল মুখোমুখি ওয়ানডে ফরম্যাটে। ৮ অক্টোবর প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর।
সিরিজের সূচি ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসীব খান বলেন, ‘বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের সহযোগিতার দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার যৌথ প্রতিশ্রুতি তুলে ধরে। সমর্থকেরা উপভোগ করবেন রোমাঞ্চকর ম্যাচ আর শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সিরিজটি আয়োজনের জন্য এবং ধারাবাহিক সহযোগিতার মানসিকতা দেখানোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে।’
আপনার মূল্যবান মতামত দিন: