শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২


বিকিনিতে শ্রীময়ী, কাঞ্চনকে খুঁজছেন নেটিজেনরা


প্রকাশিত:
১১ জুলাই ২০২৩ ২১:৩৭

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ১২:১৭

 ফাইল ছবি

থাইল্যান্ডে ঘুরতে গেছেন টেলিপর্দার জনপ্রিয় মুখ শ্রীময়ী চট্টরাজ। সেখানে ঘুরে বেড়ানোর ছবি, ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে তাকে বিকিনিতে সমুদ্রের পাড়ে দেখা গেছে। তার সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মেতেছেন নানা মন্তব্যে।

একদিকে যেমন শ্রীময়ীর রূপের প্রশংসা করছেন নেটিজেনরা, অন্যদিকে কেউ কেউ টেনে এনেছেন অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ। অনেকেই অভিনেত্রীকে প্রশ্ন করছেন, ‘আপনার এই সফরের সঙ্গী কি কাঞ্চনদা?’ কেউ আবার তাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করেছেন, ‘এই ছবি কাঞ্চনদা দেখেছেন তো?’

যদিও এ সকল কোনো মন্তব্যরই জবাব দিতে দেখা যায়নি অভিনেত্রীকে। তিনি বরংচ একের পর এক ছবি আপলোড করেই যাচ্ছেন ইনস্টাগ্রামে।

সম্প্রতি অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে পরকীয়া সম্পর্কে নাম জড়িয়ে আলোচনায় আসেন শ্রীময়ী। যদিও এটি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তিনি। তবে কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাবি, অভিনেত্রীর সঙ্গে তার স্বামীর ঘনিষ্ঠতা রয়েছে। আর শ্রীময়ীর কারণেই তাদের সংসার ভাঙছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top