হলিউডের বিখ্যাত অভিনেতা টম উইলকিনসন আর নেই
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ০৮:৩৩
আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০৮:৪০
হলিউডের বিখ্যাত অভিনেতা টম উইলকিনসন আর নেই। শনিবার (৩০ ডিসেম্বর) যুক্তরাজ্যে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে তার। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, তেমন কোনো রোগে আক্রান্ত ছিলেন না টম। সুস্থ সবলই ছিলেন। আচমকা মৃত্যু হয়েছে তার। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তার পরিবার।
টম উইলকিনসনের মৃত্যুর খবর শুনে শোকপ্রকাশ করেছেন প্রভাবশালী অভিনেতা জর্জ ক্লুনি। তিনি বলেছেন, ‘টম প্রতিটি ছবিকে সমৃদ্ধ করেছে, প্রত্যেক অভিনেতাকে শাণিত করেছে। চার্ম, কমনীয়তার প্রতীক ছিলেন তিনি, যাকে সবাই ভীষণ মিস করবে।’
১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। গত শতকের সাতের দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বহু টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনসে’র মতো নানা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে টম সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি ছবি ‘দ্য ফুল মন্টি’তে।

আপনার মূল্যবান মতামত দিন: