বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২


নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত


প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১৫:১৮

আপডেট:
২৯ মে ২০২৫ ০০:০৩

ছবি সংগৃহীত

সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটের (এএমসিএ) আওতায় তৈরি করা হবে এই বিমানটি।

সোমবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিৃবতিতে বলা হয়েছে, “ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ক্ষমতাকে আরও বৃদ্ধি করতে এবং আকাশসীমাকে সুরক্ষিত রাখতে পঞ্চম প্রজন্মের নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে মন্ত্রণালয়।”

প্রস্তাবিত নতুন এই বিমানটির তৈরি হলে সেটি হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়। মার্কিন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি এফ-২২ র‌্যাপ্টরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়। এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৭৭ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম।

পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধবিমান নিঃশব্দে উড়তে সক্ষম। এই সক্ষমতাকে বলা হয় ‘স্টেলথ’। ভারতের প্রস্তাবিত নতুন বিমানটিও স্টেলথ যুদ্ধবিমান হবে বলে জানা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ প্রকল্পকে উল্লেখ করা হয়েছে ভারতের সামরিক খাতের ‘মাইলফলক প্রকল্প’ হিসেবে । বলা হয়েছে, “সামরিক খাতে ভারত আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য নিয়েছে। সেই লক্ষ্যের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই মাইলফলক প্রকল্প।”

নতুন এই প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি রুপি বাজেট নির্ধারণ করেছে ভারতের সরকার।

নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে প্রথম যে যুদ্ধবিমানটি তৈরি করেছিল ভারত, সেটির নাম তেজস। ২০১৬ সালে এএমসিএ প্রকল্পের আওতাতেই তৈরি করা হয়েছিল বিমানটি।

সূত্র : এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top