সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২


ভেনেজুয়েলায় পরবর্তী অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫ ২১:১৬

আপডেট:
২৪ নভেম্বর ২০২৫ ০২:৩০

ছবি : সংগৃহীত

আগামী কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। দেশটির চার কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপে রাখতে গত কয়েকদিন ধরে দেশটির আশপাশে সেনা জড়ো এবং মাদক কারবারীদের নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিনিরা।

ঠিক কখন নতুন অভিযান শুরু করা হবে এবং এটির পরিধি কেমন হবে সেটি নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নতুন অভিযানের অনুমোদন দিয়েছেন কি না সেটি স্পষ্ট নয়।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অভিযানের অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন কার্যক্রম চালানো হতে পারে।

গতকাল শনিবার দেশটির এক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি দাবি করেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক আসে। এগুলো বন্ধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মাদক চোরাচালানোর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ট্রাম্প প্রশাসন বলে আসছে, ভেনেজুয়েলার মাদক কারবারের সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জড়িত। যদিও মাদুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

রয়টার্সকে আরও দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে দীর্ঘদিন ধরেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রবিশেষ করে ট্রাম্প প্রশাসন এ প্রচেষ্টা বাড়িয়েছে। মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার সাধারণ মানুষ এবং সেনাবাহিনীধরনের চেষ্টা প্রতিহত করবে

গত কয়েকমাস ধরেই ভেনেজুয়েলার আশপাশের ক্যারিবিয়ান অঞ্চলে সেনা জড়ো করছে। এছাড়া গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন ট্রাম্প।

কাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মাদক চোরাচালানকারী গোষ্ঠী কার্টেল দে লোস সোলেসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করবে। দেশটি বলে আসছে, এটির সঙ্গে মাদুরোর সংশ্লিষ্টতা আছে।

যখন এই গোষ্ঠীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হবে, তখন এর সঙ্গে মাদুরোর সংশ্লিষ্টতার অজুহাত দেখিয়ে তার সম্পদের ওপর হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ট্রাম্প বলেছেন, মাদুরোর সম্পদে হামলার আগে তার সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করতে রাজি আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top