বৃহঃস্পতিবার, ২৭শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


এরদোয়ানের ক্ষমতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫ ২১:৩৭

আপডেট:
২৭ নভেম্বর ২০২৫ ০৫:০৮

ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্যের দায়ে দেশটির প্রখ্যাত এক সাংবাদিককে চার বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার তুরস্কের এক আদালত সাংবাদিক ফাতিহ আলতাইলিকে ওই কারাদণ্ড দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে তুরস্কে বিরোধী রাজনীতিবিদদের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে। এর মাঝেই সাংবাদিক আলতাইলির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত।

এর আগে, গত মার্চে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকেও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। যদিও তিনি ওই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

সাংবাদিক আলতাইলির ইউটিউব চ্যানেলে ১৫ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। গত জুনে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এরদোয়ানের শাসন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ভিডিওতে দেশটিতে পরিচালিত এক জরিপের বরাত দিয়ে বলা হয়, বেশিরভাগ তুর্কি নাগরিক এরদোয়ানের আজীবন ক্ষমতায় থাকার বিপক্ষে।

ভিডিওতে আলতাইলি অটোমান আমলের ইতিহাস উল্লেখ করে বলেন, তুর্কিরা আর ক্ষমতায় দেখতে না চাইলে শাসককে হত্যা কিংবা ডুবিয়ে দিতো। সেই সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহকারী অকতাই সারাল ওই মন্তব্যকে বেপরোয়া বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন

টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের আদালত প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে আলতাইলিকে দোষী সাব্যস্ত করেছেন এবং তিনি কারাগারে থাকবেন।

শুনানিতে আলতাইলি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এরদোয়ানকে হুমকি দেওয়া তার উদ্দেশ্য ছিল না। তিনি সাজা থেকে খালাস দাবি করেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আলতাইলির আইনজীবী এবং তুর্কি বার অ্যাসোসিয়েশন ইউনিয়নের (টিবিবি) প্রধান এরিঞ্চ সাগকান বলেন, আদালতের এই রায় সম্পূর্ণ ‘‘অবৈধ’’ এবং মৌলিক স্বাধীনতার পরিপন্থী। তিনি বলেন, তার মক্কেল রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সাগকান বলেন, এই রায় সব গণমাধ্যমের বিরুদ্ধে একটি ভয় দেখানোর বার্তা এবং বিরোধীদের দমনের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

তুরস্কে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ নিয়ে দেশটির সুশীল সমাজ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৪ সালের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে ১৫৮তম স্থানে রয়েছে তুরস্ক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top