বৃহঃস্পতিবার, ২৭শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২


বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫ ২০:৫৭

আপডেট:
২৭ নভেম্বর ২০২৫ ০৫:১০

ফাইল ছবি

কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে লাগাতার একটি প্রশ্নের মুখোমুখি হয়ে আসছেন। আর তা হচ্ছে নেইমার জুনিয়র কবে জাতীয় দলে ফিরবেন। প্রতিবারই আনচেলত্তির একটাই জবাব শতভাগ ফিটনেস থাকা সাপেক্ষে ডাকা হবে এই তারকা ফরোয়ার্ডকে। কিন্তু স্কোয়াড ঘোষণার সময় এলেই সেই ফিটনেস নিয়েই ধুঁকতে দেখা যায় নেইমারকে। নতুন করে আরও একবার তিনি চোটে পড়েছেন।

নেইমারের ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়েও আনচেলত্তির অবস্থান একই। আরও একবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে খেলার সেই স্বপ্নে ধাক্কা খেয়েছেন সান্তোসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, বা পাঁয়ের হাঁটুর চোটের কারণে ২০২৫ সালে আর মাঠে নামার সম্ভাবনা কম নেইমারের। দেশটির ক্লাব প্রতিযোগিতা ব্রাজিলেইরাওতে সান্তোসের আরও তিন ম্যাচ বাকি।

গত ১৯ নভেম্বর মিরাসলের বিপক্ষে চোট পেয়েছিলেন নেইমার। ফলে গত সোমবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ম্যাচটি তিনি মিস করেছেন। তার চোট কতটা গুরুতর তা জানতে গতকাল (মঙ্গলবার) পরীক্ষাও করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলেছেন নেইমার। ফুটবলারদের আতঙ্ক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়ে ছিটকে যান এক বছরের জন্য। এরপর সৌদি ক্লাব আল হিলাল থেকে শৈশবের ঠিকানা সান্তোসে যোগ দিলেও, জাতীয় দলে আর ফেরা হয়নি। কারণটা সেই পুরোনো রোগ ইনজুরি।

সবমিলিয়ে ২০২৫ সালে চারবার ইনজুরিতে পড়েছেন নেইমার। এর আগে জানুয়ারিতে তিনি যোগ দেন সান্তোসেমার্চে বাঁ পায়ের ঊরুতে চোটের কারণে তিনি ঘরোয়া লিগ পোলিস্তায় সেমিফাইনাল ম্যাচ মিস করেনএপ্রিলে আবারও একই পায়ের মাংসপেশির চোটে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন নেইমার। সেপ্টেম্বরে গ্রেড-২ চোট, এবার ডান পায়ের ঊরুতে এবং সর্বশেষ নভেম্বরে বাঁ পাঁয়ের হাঁটুতে। ইনজুরিতে এভাবে মাঠ ছেড়ে যাওয়া-আসার কারণে পুরো বছরে ২৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার, করেছেন ৭টি গোল। বারবার চোটের থাবা সান্তোসের সঙ্গে নতুন চুক্তির পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে। ডিসেম্বরে শেষ হবে ক্লাবটির সঙ্গে ব্রাজিল তারকার চুক্তি

একদিকে, সান্তোস রেলিগেশনে পড়ার ঝুঁকিতে, অন্যদিকে তারকা ফরোয়ার্ডের বারংবার চোট তাদের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। নতুন চোটে নেইমার কতদিনের জন্য বাইরে থাকবেন তা এখনও নিশ্চিত নয়। সান্তোসের সভাপতি মার্সেলো টেক্সেইরা বলেছেন, ‘তার পরীক্ষা হয়েছে, মেডিক্যাল বিভাগের সঙ্গে কথা হয়েছে আমার। তারা দ্রুত তাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছে। পরিস্থিতি মূল্যায়নে পরদিন সকালে উভয়পক্ষ কথা বলবে। আমরা দেখছি তাকে ঠিক কতদিন বাইরে রাখা লাগে, তাই আমরা এখনও চাই নেইমারকে যে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যবহার করা যায়।’

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড গঠনে কয়েকটি ম্যাচ হাতে আছে কোচ আনচেলত্তির হাতেসেসব প্রীতি ম্যাচ দেখেই তিনি জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকোকানাডায় হতে যাওয়া মেগা টুর্নামেন্টটির জন্য দল সাজাবেনমার্চের আগে ব্রাজিলের আর ম্যাচ নেইফলে নেইমারের ফিটনেসছন্দ বুঝতে সান্তোসের ম্যাচে খেলা ছাড়া বিকল্প নেইনতুন চোট তার জাতীয় দলে ফেরার পথ আরও কঠিন করে তুললপ্রীতি ম্যাচের দলে জায়গা না মিললে, নেইমারের চতুর্থ বিশ্বকাপ খেলা অসম্ভব হয়ে উঠতে পারে!



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top