রবিবার, ১১ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২


হজযাত্রীদের করোনার টিকা ও বুস্টার নেওয়ার তথ্য চায় ধর্ম মন্ত্রণালয়


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪৯

আপডেট:
১১ মে ২০২৫ ২২:৪৮

 ফাইল ছবি

সৌদি আরব সরকার হজযাত্রীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন ও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করেছে। এ ইস্যুতে হজযাত্রীদের করোনার ভ্যাকসিন ও বুস্টার ডোজ নেওয়ার তথ্য চায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

তথ্য সহজে পাওয়ার লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন প্রয়োজন বলেও মনে করছে মন্ত্রণালয়। এ ইস্যুতে ধর্ম মন্ত্রণালয় থেকে সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, রাজকীয় সৌদি সরকার ২০২৩ সালে (১৪৪৪ হিজরি) বহির্বিশ্বের হজযাত্রীদের অংশগ্রহণে হজ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার হজযাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন ও ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক করেছে। সে লক্ষ্যে হজযাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণের তথ্য সহজে প্রাপ্তির লক্ষ্যে ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন প্রয়োজন।

এমতাবস্থায়, ‘সুরক্ষা’ অ্যাপের সঙ্গে ই-হজ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপনের লক্ষ্যে প্রকল্প এটুআই-এর প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top