রাশিয়ায় উত্তর কোরিয়ার ৩০ হাজার সেনা পাঠানোর খবর অস্বীকার করল ইউক্রেন
প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৭:০৪
আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২০:৩৪

উত্তর কোরিয়া রাশিয়ায় ৩০ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হলেও, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা সেই দাবি নাকচ করেছে।
এ মাসের শুরুতে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় গোয়েন্দা ও পশ্চিমা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয় যে পিয়ংইয়ং আগামী কয়েক মাসে মস্কোর ইউক্রেন যুদ্ধের জন্য ৩০,০০০ সেনা পাঠাবে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স জাপান টাইমসকে এক ইমেইলে জানিয়েছে, ‘আমাদের কাছে রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার ৩০,০০০ সেনা পাঠানোর কোনো তথ্য নেই।’
তবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জানায়, ‘এই ইউনিটগুলোকে ধাপে ধাপে ১,৫০০ থেকে ৩,০০০ জন করে জুলাই-আগস্টে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, প্রথমবারের মতো এই মোতায়েনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো।
এছাড়া, ৫০ থেকে ১০০ ইউনিট উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জামও রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে এম২০১০ (চিওনমা-ডি) মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং বিটিআর-৮০ সাঁজোয়া যান।
এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানিয়েছিলেন, পিয়ংইয়ং মস্কোর ইউক্রেন সংকট সমাধানের প্রচেষ্টায় ‘ সর্বাত্মক সমর্থন’ দিতে প্রস্তুত। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) রোববার এ তথ্য জানিয়েছে।
ল্যাভরভ তার তিন দিনের উত্তর কোরিয়া সফর শেষে বলেন, মস্কো ‘আন্তর্জাতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে কৌশলগত এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার’ লক্ষ্য নিয়েছে।
উত্তর কোরিয়া এর আগেও রাশিয়ার ইউক্রেন যুদ্ধে সৈন্য ও অস্ত্র সহায়তা করেছে এবং মস্কোর সাম্প্রতিক সাফল্য ধরে রাখতে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মাত্র এক বছর আগে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করার পর থেকে দুই দেশের সম্পর্ক দ্রুত গভীর হয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: