সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, রুপাতে রেকর্ড


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৮:১৫

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২২:৩০

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। একই সঙ্গে প্রায় ১৪ বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দর।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোমবার (১৪ জুলাই) গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ৫৭ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬৭ দশমিক ৫১ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা গত ২৩ জুনের পর সোনার সর্বোচ্চ দর।

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৩৭৯ দশমিক ৩০ ডলারে বিক্রি হচ্ছে।

অন্যদিকে স্পট সিলভারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩৯ দশমিক ০২ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপ এবং তার বাণিজ্য নীতির ঘিরে অনিশ্চয়তা বিশ্ববাজারকে কাঁপিয়ে দিয়েছে এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছে, যার ফলে বিনিয়োগকারীরা মার্কিন সম্পদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এরমধ্যেই গত শনিবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশ এবং মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের অবস্থান নিয়ে চলমান উদ্বেগ স্বর্ণকে সহায়তা দিচ্ছে এবং আমরা মনে করি স্বর্ণের দাম আরও কিছু সময় উচ্চ অবস্থানে থাকবে। শেয়ারবাজারের পতনের মাধ্যমে ঝুঁকি এড়ানোর প্রবণতা স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে। আগামী কয়েক মাসে স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে।’

বিশ্বব্যাপী অস্থিরতার বিরুদ্ধে ঢাল হিসেবে ঐতিহ্যগতভাবে বিবেচিত স্বর্ণ একাধিক রেকর্ড ভেঙে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭০০ ডলারের বেশি বেড়েছে। কিন্তু ২০০৮ সালে প্রতি আউন্স এক হাজার ডলার থেকে দুই হাজার ডলারে পৌঁছাতে ১২ বছর লেগেছিল।

এদিকে, দেশের বাজারে গত ৭ জুলাই সব থেকে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। পরদিন ৮ জুলাই থেকে নতুন নির্ধারিত দরে সোনা বেচাকেনা চলছে দেশের বাজারে। তবে এখন বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিএম /সীমা

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top