রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২


নিউইয়র্কে আফিয়া সিদ্দিকিকে ‘জাতির কন্যা’ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১৪:৪৩

আপডেট:
২৭ জুলাই ২০২৫ ১৪:৪৮

ছবি ‍সংগৃহিত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার নিউইয়র্কে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে এক বক্তব্যে আফিয়া সিদ্দিকিকে ‘পাকিস্তানের মেয়ে’ আখ্যা দিয়ে বলেন, তার মুক্তির জন্য পাকিস্তান সরকার ‘নিঃস্বার্থ ও মরিয়া প্রচেষ্টা’ চালিয়েছে এবং এখনো এটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত।

তিনি বলেন, ‘আমরা তার মুক্তির জন্য একাধিকবার চেষ্টা করেছি এবং এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার আগে তার ক্ষমা চেয়ে অনুরোধও জানিয়েছি।’

আফিয়া সিদ্দিকির কারাবন্দিত্বকে মানবিক ইস্যু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটনের কাছে বারবার এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ‘কেউ যেন ভুল না করেন — ডা. আফিয়া সিদ্দিকি আমাদের জাতির কন্যা। সরকার তার বিষয়টি এখনো আন্তরিকভাবে দেখছে।’

‘দেশকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেছি’। ইসহাক দার দাবি করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার পাকিস্তানকে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে।

তিনি বলেন, ‘যদি পিটিআই সরকার আরও ছয় মাস থাকত, তাহলে দেশ দেউলিয়া হয়ে যেত।’

তিনি আরও বলেন, পিটিআই সরকারকে সরিয়ে দিতে অনাস্থা প্রস্তাব ছিল একটি কঠিন কিন্তু অপরিহার্য সিদ্ধান্ত।

তিনি দাবি করেন, ‘আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে এবং জিডিপি প্রবৃদ্ধি ফিরেছে।’

তার মতে, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে এবং সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে জি-২০ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা।

প্রবাসী পাকিস্তানিদের দেশের ‘পুঁজি’ আখ্যা দিয়ে দার বলেন, সরকার তাদের বিনিয়োগে উৎসাহিত করতে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমাতে কাজ করছে।

কূটনৈতিক পরিসরে ফিরেছে পাকিস্তান

ইসহাক দার বলেন, ‘আগে কেউ আমাদের ডাকত না। এখন আমরা বিশ্বজুড়ে সক্রিয়।’ তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠককে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চাই, তবে তা যেন চীনের সঙ্গে আমাদের কৌশলগত বন্ধুত্বের ক্ষতি না করে।’
সন্ত্রাসবাদ নিয়ে আফগানিস্তানকে কড়া বার্তা

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে দার বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ এবং আফগান নেতাদের সাফ জানিয়ে দিয়েছে যে, পাকিস্তানবিরোধী কর্মকাণ্ডে তাদের ভূখণ্ড ব্যবহৃত হলে তা মেনে নেওয়া হবে না।

ভারতের প্রতি সদ্ভাব বজায় রাখার প্রত্যাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি, কিন্তু উসকানি পেলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।’

তিনি জানান, পেহেলগাম ঘটনা তদন্তে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান এবং ভারতীয় ‘প্রচারণা’ মোকাবেলায় আন্তর্জাতিক মঞ্চে সক্রিয় ভূমিকা রাখছে।

জাতিসংঘে নেতৃত্বে ফেরার দাবি

ডার বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের গ্রহণযোগ্যতা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top