সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


বিদেশি লিগ খেলে ৫% হলেও উন্নতি হবে দাবি তাসকিনের


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪

ছবি : সংগৃহীত

চলতি বছর বেশ কয়েকটি লিগে খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। চলতি মাসে আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। বিগ ব্যাশে খেলছেন রিশাদ হোসেন। আইএল খেলে বিপিএলে যোগ দিয়েছেন তাসকিন-মুস্তাফিজ। তবে বিগ ব্যাশে খেলে যাচ্ছেন রিশাদ।

বিদেশি লিগে খেলা নিয়ে সিলেটে আজ তাসকিন বলেন, 'না আসলে ভালোর তো শেষ নেই। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমবারের মতো আইএলটি-২০ খেললাম। আমরা তিনজন বাংলাদেশি ছিলাম। আবার রিশাদও বিগ ব্যাশ খেলছে। এটা আমাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে।'

মুস্তাফিজের দুর্দান্ত ফর্ম এবং রিশাদের ধারাবাহিক উন্নতিকে ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখেন তাসকিন, 'মুস্তাফিজ মাশাআল্লাহ অনেক ভালো করেছে, আমি মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। এটা অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে।'

বিদেশি টুর্নামেন্টগুলোতে খেলার মাধ্যমে ক্রিকেটাররা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটে তাদেরকে আরও পরিণত করে তুলবে, 'কালচার, পেশাদারিত্ব সবকিছু অনেক সুন্দর ছিল ওখানে (আইএল টি-টোয়েন্টি)। এই জিনিসগুলো থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করেছি কাজে লাগবে।'

এই অর্জিত জ্ঞান যে কেবল ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা জাতীয় দলের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব ফেলবে বলেও মনে করেন তাসকিন, 'আমি নিশ্চিত যে মুস্তাফিজ, রিশাদ যা শিখলো, আমি যা শিখলাম সেটা ভবিষ্যতে আমাদের বাংলাদেশ দলে প্রভাব ফেলবে। কিছুটা হলেও, ৫% হলেও উন্নতি হবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top