জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার
প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫ ১০:২১
আপডেট:
৩১ ডিসেম্বর ২০২৫ ১২:১৪
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়ার পর কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। বর্তমানে কৃত্রিম কোমায় রয়েছেন ড্যামিয়েন মার্টিন।
৫৪ বছর বয়সী মার্টিনের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
মার্টিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক সতীর্থরা। ড্যারেন লেহম্যান লিখেছেন, ‘‘পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’’
১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ড্যামিয়েন মার্টিন। ব্যাট হাতে তিনি করেন ৪৪০৬ রান। মার্টিনের রয়েছে ১৩টি সেঞ্চুরি। আর ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
খেলোয়াড়ি জীবন শেষে আড়ালেই ছিলেন মার্টিন। বড়দিনের আগের দিন বক্সিং ডে নিয়ে সামাজিক যোগাযোগ মাথ্যম এক্সে একটি পোস্টও করেন। কয়েক দিনের ব্যবধানে তার এমন অসুস্থতার খবরে ক্রিকেট অঙ্গেনে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: