মার্কিন শুল্ক মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের
প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ১৩:৩১
আপডেট:
২৯ জুলাই ২০২৫ ১৪:১২

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্কের’ ক্ষতিকর প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইয়াও ওয়েন বলেন, ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে তা দেশটির আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ বলে মনে করে চীন। এই শুল্ক অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ব্যবস্থার আওতায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন।
একইসঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজারের সম্প্রসারণ ও রপ্তানি-দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেন রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর বর্তমানে প্রযোজ্য ১৫ শতাংশ শুল্কের অতিরিক্ত ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে। দেশটি বলেছে, আগামী ১ আগস্ট থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর করবে। উভয়পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: